নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহা সুধী সমাবেশ সফল করার লক্ষে গাছা মেট্রো থানা আ.লীগের প্রস্তুতিমূলক সভা রোববার রাতে নগরীর বোর্ডবাজার কালাই মার্কেট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আ.লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল। থানা আ.লীগ সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে ও সম্পাদক হাজী আদম আলীর সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, মো. সাইফুল ইসলাম দুলাল, মো. রফিকুল ইসলাম, আ.লীগ নেতা মো. শহীদুল্লাহ, এস এম শামীম আহম্মেদ, কাজী মাহবুবুর রহমান স্বপন, মো. লিটন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান মশি, তৌহিদুল ইসলাম দীপ, কৃষকলীগ নেতা শাহ জালাল তরুণ, মনিরুজ্জামান লিটন, মো. বদিউজ্জামান বকুল, মো. জুম্মন খান প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তরা বলেন, আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে গাছা মেট্রো থানার সব ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ওই জনসভায় অংশ নিতে ব্যাপক প্রস্তুতি চলছে। ওই সমাবেশ থেকে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশ বাস্তবায়ন করবো।
Discussion about this post