নিজস্ব প্রতিবেদক:লিওনেল মেসি এখন ইউরোপ ছেড়ে আমেরিকান ফুটবলার। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে একদিন আগেই, ৩০ জুন। তবে ইউরোপের ফুটবলার হিসেবে শেষদিনটায়ও দারুণ এক কৃতিত্বের স্বাক্ষর রেখে গেলেন আর্জেন্টাইন এই মহানায়ক।
ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে দুই বছর খেলার পর মেসি সাক্ষর করেছেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। তিনি চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবেন না আর। সদ্য শেষ হওয়া মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করা তো দুরে থাক, দ্বিতীয় রাউন্ডও টপকাতে পারেননি।
তবে দ্বিতীয় রাউন্ড টপকাতে না পারলেও প্রতিযোগিতার সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে মেসির করা একটি গোলকে। পর্তুগিজ ক্লাব বেনফিকার বিরুদ্ধে তার করা গোলটিই জিতে নিয়েছে গত চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোল হিসেবে।
বেনফিকার বিপক্ষে সেই ম্যাচে সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দ্রুত বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন মেসি। বক্সের মাথায় বল পেয়ে মুহূর্তে দেখে নিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক কিছুটা এগিয়ে রয়েছেন। সময় নষ্ট না করে চলন্ত বলেই ছুঁয়ে ছিলেন বাঁ-পা। তার বাঁক খাওয়ানো শট বেনফিকার গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে গিয়েছিল। মেসির এই গোলটিকেই চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে।
সেরা গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি ম্যাচে করা ভিনিসিয়ুস জুনিয়রের গোল। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ডর্টমুন্ডের বিরুদ্ধে করা ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল।
কাতার বিশ্বকাপের পর থেকে পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল মেসির। ফরাসি ক্লাবটি তাকে ধরে রাখতে চাইলেও চুক্তির অঙ্ক এবং শর্ত পছন্দ হয়নি মেসির। তার কাছে পুরনো ক্লাব বার্সেলোনা এবং সৌদি আরবের ক্লাব আল হিলালের প্রস্তাব ছিল। মেসি বেছে নিয়েছেন ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামিকে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত