নিজস্ব প্রতিবেদক: ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০১৬ সালে জিতেছেন ইউরো এবং তিন বছর পর প্রথম নেশনস লিগের চ্যাম্পিয়ন। এই সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলসহ গড়েছেন অবিশ্বাস্য সব রেকর্ড। তবে তার কাছে দলগত সফলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার আরেকটি মাইলফলক ছোঁয়ার আগে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, তিনি নয়, রেকর্ডই তার পেছনে ছোটে।
আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে দুইশ আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলকে নাম লিখবেন রোনালদো। তবে এখনই থামার কোনও ইচ্ছা নেই তার।তিনি আরো বলেন, আমি কখনও পর্তুগাল জাতীয় দলে খেলার হাল ছাড়বো না। দুইশতম ম্যাচ খেলা কারও জন্য নয়, এটা আমার দেশের ও দলের প্রতি ভালোবাসার প্রমাণ দেয়।
ইউরো বাছাইয়ের প্রথম দুই ম্যাচে রোনালদো চার গোল করলেও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে জালের দেখা পাননি। মাইলফলকের ম্যাচটি গোলে স্মরণীয় করতে চান সিআরসেভেন, ‘আমার দুইশতম আন্তর্জাতিক ম্যাচে গোল করতে পারলে দারুণ হবে।
পাঁচটি ভিন্ন বিশ্বকাপ ও ইউরোতে গোল করা একমাত্র খেলোয়াড়ও রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১২২ গোলের মালিক বললেন, আমি রেকর্ডের পেছনে ছুটি না। রেকর্ডই আমার পেছনে ছোটে। আমি খুশি কারণ দলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার জন্য এগুলো আমাকে উজ্জীবিত করে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত