নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মহানগর যুবলীগ নেতা মীর ওসমান গনি কাজল।
২৫ মে ২০২৩ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে ঘুড়ি মার্কা প্রতীক নিয়ে মীর ওসমান গনি কাজল তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ বাবুল হোসেন মন্ডল এর চেয়ে ২ হাজার ৪৯ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।
জয় লাভের পর নির্বাচনী আচরণবিধি মেনে ৪৮ ঘন্টা পর রবিবার বিকেলে মীর ওসমান গণি কাজল তার কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল বের করেন।বিজয় মিছিলটি নগরীর বোর্ডবাজার এর সামাদ মার্কেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জালাল শপিং এর সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।আলোচনা সভায় সদ্য নির্বাচিত কাউন্সিলর মীর ওসমান গনি কাজল বলেন, ৩৫ নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমি ঋনি, কারণ তারা আমাকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত করেছেন।আমি নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এই ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে কাজল বলেন,কারো প্রতি আমার কোন হিংসা নেই।আসুন আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়ার্ড বাসির কল্যাণে কাজ করি।
তিনি বলেন,মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে এখানে সহজে কোন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না।তাই আমার নিজস্ব অর্থায়নে সর্বসাধারণের জন্য এখানে একটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দিব।৩৫ নম্বর ওয়ার্ডে কোন ঈদগা মাঠ এবং কবরস্থান নাই।তাই সকলের সুবিধার্থে এখানে আমি একটি ঈদগা মাঠ ও কবরস্থান করে দিব।সাংবাদিকদের উদ্দেশ্যে কাজল বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে আমি কাজ করার চেষ্টা করব।
মাদক সন্ত্রাস সম্পর্কে কাজল বলেন,এ ব্যাপারে আমি জিরো টলারেন্স নীতি অবলম্বন করব।মাদক সেবনকারী কিংবা বিক্রয়কারী আমার আপনজন হলেও তাকে কোন ছাড় দেওয়া হবে না।
এ সময় তিনি একটি পরিকল্পিত সুন্দর ওয়ার্ড গড়ার জন্য সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।কাজল বলেন,নাগরিক সেবাকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দশটি অফিস করে দেয়া হবে যাতে করে মানুষ সহজে তাদের সেবা টুকু নিতে পারে।
বিজয় মিছিলে হাজার হাজার নেতা কর্মীসহ ৩৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনতা অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত