নাজমুল হাসান দোহার নবাবগঞ্জ ঢাকা প্রতিনিধি: আজ নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের চরমধুচরিয়া মৌজায় সরকারি ১ নং খাস খতিয়ানের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় চর মধুচরিয়া মৌজায় রাতের আধারে সরকারি খাস জমি দখল করে ঘর ও 'ছাতিয়া যুব সংঘ' নামক ক্লাব ঘর নির্মাণ করেছিলেন আগলা ইউনিয়নের মুন্না নামক ব্যক্তি। ক্লাব ঘর নির্মাণের আড়ালে মূলত সরকারি জমি দখল করাই ছিলো তার উদ্দেশ্য। এখানে ০.০৫ শতাংশ খাস জমি দখল করেছিলেন তিনি। অপরদিকে, ছাতিয়া আদর্শ গ্রাম খেয়া ঘাটের জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে নির্মাণাধীন ঘর অপসারণ করা হয়েছে। এখানেও ০.০৫ শতাংশ খাস জমি দখল করে এই অবৈধ স্থাপনা নির্মাণ করছিলেন।
উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন মোঃ আব্দুল হালিম।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত