নিজস্ব প্রতিবেদক: টঙ্গী পূর্ব থানাধীন ময়মনসিংহ টু ঢাকা মেইন রোড সংলগ্ন মধুমিতা রোড থেকে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।আসামীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ একাধকি মামলা আছে।
শুক্রবার (৪ আগস্ট) রাত অনুমান ১২.৪৫ ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানার এসআই মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জন ছিনতাইকারীকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করে।এ সময় তাদের কাছ থেকে ১ টি সুইচ গিয়ার ও ৪ টি ছুরি উদ্ধার করা হয়।উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ মনির হোসেন (২৫), পিতা-মৃত ফারুক হোসেন,২. শুভ চৌধুরী (২৫), পিতা-আঃ মজিদ চৌধুরী, ৩. আশিক (২৬), পিতা-মালেক, ৪. মোঃ রাসেল (৩০), পিতা-সিদ্দিক শিকদার, , ৫. মোঃ রাফি (২৫), পিতা-শামীম,
এ ঘটনায় প্রেস ব্রিফিংয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত