নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার মিরের বাজারে ভূয়া জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন ব্যাক্তিগত ডকুমেন্টস তৈরির সরঞ্জামসহ ওই চক্রের মুলহোতা ইসরাইল হোসেন(২৮) কে আটক করেছে র্যাব। ট্রাষ্ট কম্পিউটার সলিউশন নামে একটি কম্পিউটার দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক মোহাম্মদ ইসরাইল হোসেন (২৮) দিনাজপুর জেলার সদর গোলাপবাগ গ্রামের মোক্তাহারের ছেলে।বর্তমানে পূবাইলের ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় বসবাস করেন।
মঙ্গলবার বিকালে র্যাব ১ এর পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার জুলফিকার আলির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন যাবত ভূয়া জাতীয় পরিচয়পত্র, চুক্তিতে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স,জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাজ করে আসছিলেন এই চক্রটি।মুল হোতা ইসরাইল হোসেন ধরা পড়ায় তার সহযোগীরা দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছে।
মিরের বাজারে ৩-৪ টা দোকানসহ কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে বলে জানা গেছে।পূবাইল থানায় র্যাব বাদী হয়ে একটি নিয়মিত মামলা করে প্রধান আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post