নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৭ জুন) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- চক্রের মূলহোতা মাজেদুল ইসলাম (২৩), আরিফ হোসেন (২৩) ও শাহদত হোসেন (২৩)।
রোববার (১৮ জুন) এ তথ্য জানান র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি বলেন, ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল এবং ২০০ টাকার দুটি ও ১০০ টাকার ৫২টি নোটসহ নগদ ৫ হাজার ৬০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।
ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন। মাজেদুল এ চক্রের মূলহোতা। তাদের একাধিক সিন্ডিকেট রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি এবং তা প্রতারণামূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছে মালামাল কেনার ক্ষেত্রে লেনদেন করে আসছিল। এসব চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারিসহ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত