নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। সড়কে যানজট মুক্ত ও শৃঙ্খলা ফেরাতে সোমবার রাত ৯টার দিকে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, এর আগে সদ্য বিদায়ী পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম যোগদান করে গাজীপুরকে যানজট মুক্ত করতে মহাসড়ক থেকে নিষিদ্ধ অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক উচ্ছেদে অভিযান শুরু করেন।
এতে সড়কে শৃঙ্খলাসহ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে গাজীপুরবাসী। ফের মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করা এসব অটোরিকশা ও ইজিবাইক সড়ক থেকে সরিয়ে দিতে বর্তমান পুলিশ কমিশনারের নির্দেশে এ অভিযান করা হয়। অভিযানকালে প্রায় শতাধিক অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা আটকের পর এগুলো ডাম্পিং করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত