নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানাধীন কলমেশ্বর এলাকায় অবৈধ ও অননুমোদিত ফারাজী ডিটারজেন্ট পাউডার তৈরি ও বাজারজাত করার অপরাধে ফারাজী সোপ ইন্ডাস্ট্রিজ প্রাঃ লিঃ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কলমেশ্বর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ সাত দিনের জন্য প্রতিষ্ঠানটি সীলগালা করে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন বলেন, দেশের নামি দামি ব্র্যান্ডের হুবহু মোড়কে অননুমোদিত ও অবৈধ ভাবে ফারাজী ডিটারজেন্ট পাউডার প্যাকেটে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. সাদ্দাম হোসেন ফারাজীকে বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সাত দিনের জন্য ওই প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল সাংবাদিকসহ গাছা থানা পুলিশের একটি টিম।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত