নিজস্ব প্রতিবেদক: গতকাল ২৯ শে জুলাই ২০২৩ ইং তারিখ শনিবার গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নং ওয়ার্ড ঝিনু মার্কেট এলাকায় ড্রেন নির্মাণেের সময় বাউন্ডারি ওয়াল ধ্বসে ৩ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৫ জন।
নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)। এ বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম পিপিএম।আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে ডাক্তার। এলাকাবাসীর দাবি এটা কি দূর্ঘটনা নাকি হত্যা? এই দূর্ঘটনা বা হত্যার জন্য দায়ী কে ? এই দূর্ঘটনা বা হত্যার জন্য দায়ী, ১।গাজীপুর সিটি কর্পোরেশন, ২।ড্রেনের কন্ট্রাকটর, ৩।নাকি যে বাড়ীর মালিকের ওয়াল ধ্বসে পড়েছে সে? দেশবাসী সহ প্রশাসনের কাছে এলাকাবাসীর জিজ্ঞাসা?
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত