নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানাধীন মাজুখানে বাগারটেক ডোবা বিল থেকে ৮ বছরের শিশু কন্যা নূপুরের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।অন্যদিকে ভাসমান লাশের খবর দেয়া সন্দেহজনক আবদুল্লাহ(১৮) নামক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পূবাইল থানা পুলিশ। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও র্যাব -১ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বৃহস্পতিবার সকাল দশটা দিকে স্থানীয়দের ফোনে খবর পেয়ে নগরীর ৪০ নং ওয়ার্ডের বাগার টেক ডোবা বিল থেকে নূপুরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল তিনটার দিকে বাগারটেক এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া মাজুখান পশ্চিম পাড়ার আবুল হোসেনের মেয়ে নূপুর(৮) পাশের বাড়ির লিটনের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঘুরতে যায়।
পাশাপাশি বিয়ের অনুষ্ঠান থাকায় নূপুরের ঘরে ফেরা আসা নিয়ে তেমন কোন চিন্তিত ছিলনা পরিবারটি। মাগরিবের পরও নূপুর বাড়িতে ফিরে না আসলে রাত ১০ টার পর তার মা-বাবা নূপুরকে খুঁজতে এলাকায় মাইকিং করে ।অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে পরিবারটির একমাত্র কন্যাসন্তানের শোকে নির্ঘুম রাত কাটায়।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে মাজুখানের লতা হরবাল বিডির গাড়ি চালক আবদুল আলিমের ছেলে আবদুল্লাহ নামে এক যুবক নূপুরদের বাড়ির পাশের বাগার টেক ডোবা বিলে একটি শিশুর লাশ ভাসতে দেখে প্রতিবেশীদের খবর দেয়।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ না জানা গেলেও
প্রতিবেশী তাছলিমা জানান,আমার দেবর নয়ন সকালে পানি থেকে লাশ উদ্ধার করলে দেখতে পাই তার গলায় ও নাক- চোখে আঘাতের চিহ্ন ও রক্ত ঝড়ছে।
পূবাইল থানার ওসি জাহিদুল ইসলাম জানান লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের আগেই কিছু বলা যাচ্ছেনা।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত