নিজস্ব প্রতিবেদক:গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় সাকিনস্থ ফরিদ খান রোডের জনৈক সাত্তার এর বাসার দক্ষিণ দিকে মন্টু পালমার এর মালিকানাধীন খালি জায়গায় গত ০৯/০৬/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকা হইতে ১০/০৬/২০২৩ইং তারিখ সকাল অনুমান ০৭:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা বাদীর ছেলে মোশারফ করিম (২৫) কে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা রুজু হয়। গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলমের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব উজ্জামানের তত্ত্ববধানে টঙ্গী পূর্ব থানার একাধিক টিম অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা, গাছা থানা, পূবাইল থানা এবং ডিএমপি ঢাকার খিলগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ও সোর্স নিয়োগ করে তাদের সহায়তায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো ১। মোঃ সোহেল মিয়া (২২), পিতা: নূর ইসলাম, মাতা: রাবেয়া বেগম, সাং-অষ্টধার কুড়ারাকান্দা, থানা: কোতয়ালী, জেলা: ময়মনসিংহ, বর্তমান ঠিকানা: সাং-পাগাড় (ফকির মার্কেট রানার বাড়ির ভাড়াটিয়া), থানা: টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।২। জুনায়েদ হোসেন @ জুনু (১৯), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-শাহানাজ বেগম, গ্রাম- হারবাইদ (নন্দীবাড়ী, আফজাল নেতার বাড়ীর পাশে), থানা-পূবাইল, জেলা-গাজীপুর, বর্তমান ঠিকানা: সাং-পাগাড় ঢাকা ড্রাইং এর পাশে জুবায়ের এর চা দোকান, থানা- টঙ্গী পূর্ব, জেলা -গাজীপুর।৩। মোঃ হৃদয় (২১), পিতা-হারিছ, মাতা-নাছিমা ঠিকানা সাং-কড়ইকান্দি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা : সাং-পাগাড়, ফকির মার্কেট (মাজারের পাশে), থানা- টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর।৪। মোঃ রাসেল ওরফে বাবু (২৬), পিতা-মৃত শহিদুল ইসলাম, মাতা-জমেরা বেগম, সাং-পাগাড়, হাজী মার্কেট, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর৫। মোঃ রোমান (১৮), পিশ- মোঃ লাল মিয়া, মাতা: মোছাঃ রুবি বেগম, সাং- হামিদের হাট, থানা- গোয়ালন্দ, জেলা-রাজবাড়ী, বর্তমানে- পাগাড় (ফকির মার্কেট, থানা: টঙ্গী পূর্ব,জেলা-গাজীপুর।
প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিম মোশারফ (২৫) কে নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দ্বারা জবাই করে হত্যা করে,অটো রিক্সা ছিনিয়ে নিয়ে পাগাড় সোসাইটি মাঠ বাবুর গ্যারেজে ত্রিশ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে বাবুর গ্যারেজ হতে অটো রিক্সাটি উদ্ধার করে। পরবর্তীতে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Discussion about this post