নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন মৈরান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নেতা গুরুতর আহতের ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ি আদর্শ নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের থেকে দুটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মুক্তাগাছা এলাকার আবুল কাসেমের ছেলে মনির হোসেন (২২) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার টোক এলাকার ফারুক হোসেনের ছেলে আলমগীর হোসেন(২২)। উভয়ই বর্তমানে গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ি আদর্শ নগর এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল ।
জানা যায়, রোববার রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৩ নম্বর ওয়ার্ডের মৈরান ব্রিজের উপর ছিনতাইকারীর কবলে পড়েন আমিনুল ইসলাম(৪৯) নামে এক পরিবহন শ্রমিক নেতা।ওই সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন।
ছিনতাইয়ের শিকার আমিনুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে বোর্ড বাজার হইতে অটোরিকশা যোগে মৈরান ব্রিজের উপর পৌঁছালে গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় ৪/৫ জন ছিনতাইকারীর একটি দল দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার) দিয়ে আমার বুকের বাম পাশে ও ডান হাতের তালুতে সজোড়ে আঘাত হানে। আমার ব্যবহার করা মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। আমি গুরুতর রক্তাক্ত জখম হয়ে ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা পালাইয়া যায় । পরে স্থানীয়রা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে গাছা মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম।
ছিনতাইকারী গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে গাছা থানার অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম হোসেন পিপিএম জানান, অভিযোগ পেয়ে দুই দিনের মধ্যে দু'জন ছিনতাইকারী আলামত সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত