নিজস্ব প্রতিবেদক:গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মিরের বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার ও সহিদা খাতুন মেডিকেল সেন্টারে সঠিক কাগজপত্র না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব-১ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহের নেতৃত্বে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার কে এক লক্ষ টাকা ও সহিদা খাতুন মেডিকেল সেন্টার কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, র্যাব-১ এর আওতাধীন পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার জুলফিকার আলী সহ অনন্যা সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত