নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার গুতিয়ারা এলাকার একটি সড়কের ড্রেনেজব্যবস্থা উন্নয়ন নিমার্ণ কাজ না করায় সামান্য বৃষ্টিতে ব্যস্ততম ওই সড়কে জলাবদ্ধ হয়ে পড়ে। একটু বৃষ্টিতেই প্রায় ২ কিলোমিটার জুড়ে রাস্তায় জমে থইথই পানি। আর জমে থাকা সেই পানি নামতে লেগে যায় অন্তত এক দিন। এতে এলাকার সাধারণ মানুষ, পোশাক শ্রমিক ও ব্যবসায়ীদের চলাচলে চরম দুভোর্গে পড়তে হচ্ছে। এ নিয়ে এলকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের গুতিয়ারা এলাকার ওই সড়কের ড্রেনেজব্যবস্থা উন্নয়ন কাজ দ্রুত নিমার্ণের লক্ষ্যে দুইজন ৫তলা ভবন মালিক তাদের নিজ অর্থায়নে বিল্ডিংয়ের ভেতর অংশ ভেঙ্গে দিয়েছেন। এর পরও ড্রেনেজব্যবস্থা নিমার্ণের কাজ না করায় বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে চলাচলরত হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। এ দিকে ভবন মালিক আব্দুল মান্নান বলেন, এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য ও এ রাস্তায় চলাচলরত হাজার হাজার মানুষের দুভোর্গের বিষয়টি বিবেচনা করে নিজ অর্থায়নে বিল্ডিং ভেঙ্গে দিয়েছি। তার পরও ড্রেনেজব্যবস্থা নিমার্ণ কাজ না করায় আমরা নানা সমস্যার মধ্যে রয়েছি।
এব্যাপারে স্থানীয় কাউন্সিলর মো. রফিকুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রাস্তার প্রথম টেন্ডার হয়েছিল ২০১৯ সালে। যে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছিল ওই ঠিকাদারের গাফলতির কারণে কাজটি হয়নি। ওই টেন্ডার বাতিল হয়ে এটি আবার নতুন করে সিটি করপোরেশন থেকে টেন্ডার হয়েছে। সাধারণ মানুষের দুভোর্গের বিষয়টি মাথায় রেখে আগামী দুই চার দিনের মধ্যে ড্রেনেজব্যবস্থা নিমার্ণ কাজ শুরু হবে। এ ছাড়া স্থানীয় পারভেজ নামে জনৈক ব্যক্তি আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করায় কাজটি শুরু করতে একটু বিলম্ব হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত