নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জিএমপির সদর থানাধীন দেশী পাড়া এলাকায় ফাহরিয়ার আহমেদ ফারুক(৩৫) নামে পুলিশের এক সোর্সকে খুনের ঘটনায় প্রধান ঘাতক বাদল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ফারুক গাজীপুর মহা নগরীর ডিএমপির সদর থানা, দেশী পাড়া এলাকার নুরুল ইসলাম শিকদারের ছেলে। ঘাতক বাদল হোসেন একই এলাকার দেশী পাড়া নতুন বাজার এলাকার মো. মনসুর আলীর পালিত সন্তান।
বৃহস্পতিবার ভোর রাতের জিএমপি'র সদর থানা পুলিশের একটি দল, দীর্ঘ অভিযান চালিয়ে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মোঃ শামসুর রহমান।
স্থানীয়রা জানান, গত বুধবার ছেলে আয়ান (২) কে নিয়ে স্থানীয় হারেজ মার্কেটের একটি সেলুনে চুল কাটতে যান ফারুক। স্থানীয় বাদল ও আলতাফ সেলুনে ডুকে ফারুককে বের করে এনে ঝোপঝাড়ে নিয়ে উলঙ্গ করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে বাদল জানান, পূর্ব শত্রুতার জেরে ফারুককে হত্যার উদ্দেশ্যে সুযোগ খুঁজছিলেন বাদল ও তার সহযোগী আলতাফ। ঈদুল আজহার আগের দিন ফারুক ছোট ছেলেকে নিয়ে চুল কাটতে গেলে সুযোগ পেয়ে ফারুককে প্রকাশ্যে কুপাতে কুপাতে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর বাগানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পঁচা ডোবায় ফেলে দেন।
উপ-কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান বলেন, বাদলের নামে হত্যা মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রি ও সন্ত্রাসী কার্যক্রমের কথা স্বীকার করেন। আসামীর দেখানো মতে খুনের ঘটনাস্থল থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িত অনান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
## এসও টুটুল ##
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত