নিজস্ব প্রতিবেদক: ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, শিল্পনগরী হিসেবে পরিচিত, এইখানে রয়েছে হাজার হাজার পোশাক তৈরির প্রতিষ্ঠান গার্মেন্টস, ওয়াশিং, ডাইং, স্টিল মিল, গরুর খামার, পোল্ট্রি ফার্ম,কয়েল কারখানা ,কেমিক্যাল, বেকারি, ইট ভাটা সহ আরো অসংখ্য প্রতিষ্ঠান। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই নেই কোন পরিবেশের ছাড়পত্র, পরিবেশের ছাড়পত্র না থাকায় যে যার মন মতো করে প্রতিষ্ঠান চালাচ্ছে। ওয়াশিং ফ্যাক্টরি গুলোতে ইটিভি প্ল্যান না থাকায় দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে নদীর পানি, মরে যাচ্ছে মাছ। শিশুদের জন্য স্বাস্থ্যের যুকি বাড়ছে হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত, পরিবেশ দূষিত হওয়ার কারণে মশার উপদ্রব প্রতিনিয়ত বেড়েই চলছে।
এসময়ের সবচেয়ে আলোচিত সমস্যা হল ডেঙ্গু জ্বর এবং হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। সাংবাদিকরা ডাইং ফ্যাক্টরিতে প্রবেশ করতে চাইলে তাদেরকে জানানো হয়, আমাদের পরিবেশের ছাড়পত্র আছে, ফায়ার লাইসেন্স আছে, দেখতে চাইলে তারা আমাদেরকে দেখাতে বাধ্য নন বলে।
এ বিষয় নিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার সাক্ষাৎকার চাইলেও তিনি সাক্ষাৎকার দেননি তিনি বলেন, উপর মহলের সাক্ষাৎকার দিতে নিষেধ রয়েছে। অথচ পরিবেশ ও বায়ু দূষণ রক্ষার্থে গঠিত করা হয়েছিল পরিবেশ অধিদপ্তর। অনেকে মনে করছেন পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উদাসীন ভূমিকা পালন করছেন। বায়ু দূষণ ও পরিবেশ রক্ষার্থে পরিবেশ অধিদপ্তরের তৎপরতা বাড়ানো প্রয়োজন এমনটি মনে করছেন সমাজের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত