নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ডে মৈরান ব্রিজে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত রবিবার (৯জুলাই) দিবাগত রাতে ১:৩০ মিনিটে মৈরান ব্রিজ উপর এঘটনা ঘটে। এতে আমিনুল ইসলাম(৪৯) নামে পরিবহন শ্রমিক নেতা গুরুতর আহত হয়েছেন।
ছিনতাইয়ের শিকার আমিনুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১.৩০ মিনিটে বোর্ড বাজার হইতে অটোরিকশা যোগে মৈরান ব্রীজের উপর পৌঁছালে গামছা দিয়ে মুখ ঢাকা অবস্থায় ৪/৫ জন ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র (সুইচ গিয়ার) দিয়ে আমার বুকের বাম পাশে ও ডান হাতের তালুতে সজোড়ে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। আমার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। পরে আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো বলেন, এর আগেও এখানে ছিনতাইয়ের কয়েকটি ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার বেশিরভাগ মানুষই হয়রানি ও ঝামেলার আশঙ্কায় মামলা করেন না। তবে আমি এ বিষয়ে গাছা মেট্রো থানায় একটি লিখিত অভিযোগ করিছি।
এ ব্যাপারে গাছা থানার উপ-পরিদর্শক এসআই জহিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি,প্রতিদিনই ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আমরা ইতোমধ্যে ১১ জনকে ধরে আদালতের মাধ্যমে চালান দিয়েছি। ছিনতাই প্রতিরোধে আমরা সারা বাংলাদেশে একযোগে জটিকা অভিযান দিব দুই-একদিনের মধ্যে।
Discussion about this post