নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইলে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে পূবাইল যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইল বেপারি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া,স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা দৈনিক যুগান্তরের পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি এবং পূবাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আখতার হোসেনের সসভাপতিত্বে উপস্থিত ছিলেন পূবাইল যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মামুন মিয়া,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক সাহেদ সরকার রাকিব স্বজন সদস্যসহ নূরে মদিনা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লীরা।
বাদ মিলাদ উপস্থিত মুসল্লীও এতিম শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মোহাম্মদ কামরুল ইসলাম।
Discussion about this post