নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিআইডিসি বাজার, যা ঢাকা-চান্দনা চৌরাস্তা-শিমুলতলী মহাসড়কের উপরে অবস্থিত। দীর্ঘদিন অবৈধ ভাবে চলে আসছিল বাজারটি। মাঝে মাঝেই পুলিশি অভিযানে উচ্ছেদ হলেও গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক ইজারা প্রদান করা হয়েছে এমন খবরে পুলিশও বিব্রত হয়ে চুপসে আছে বর্তমানে।
তবে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে স্পষ্ট জানান, বিআইডিসি বাজার সড়কের উপরে অবস্থিত, কাউন্সিলরদের অনুরোধে চলতি সনে আমরা ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও পরবর্তীতে এই বাজারটি ইজারা প্রদান করিনি, পুলিশ-প্রশাসন চাইলেই এই বাজার এবং চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।
বিআইডিসি বাজারে ইজারাদার পরিচয়দানকারী রাজীব জানান, আমি ও আমাদের ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি আলী হোসেন সিটি কর্পোরেশন থেকে এই বাজার ইজারা নিয়েছি। এই বছর বিআইডিসি বাজারের ইজারা মূল্য কত ছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটা আমাদের কনফিডেনশিয়াল ব্যাপার, এটা বলা যাবেনা।
গাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আলী হোসেনকে এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, মহাসড়ক দখল করে গড়ে ওঠা এই বাজারে প্রায় ১ শ চান্দিনা ভিটি থেকে ইজার টোল আদায়ের নামে প্রতিদিন প্রায় দশ হাজার টাকা আদায় করে রাজীব ও আলী হোসেনের লোক।
নাম প্রকাশের অনিচ্ছায় একাধিক পথচারি ও পরিবহন চালক জানান, সড়কের দুই পাশ দখল করে বাজার বসায় যানযট এখানকার নিত্যদিনের সঙ্গী, ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় পথচারীদের।
গাজীপুর জজ কোর্টের আইনজীবী মকবুল হোসেন জানান, মহাসড়ক আইন ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কের দুই পাশে দশ মিটারের মধ্যে কোনো হাট-বাজার বা স্থাপনা থাকতে পারবে না। সেখানে সড়কের মধ্যেই বাজারতো সম্পুর্ণ বেআইনি, ইজারা দিয়ে থাকলে সেটাও বেআইনি।
জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, আমরা জানতাম বিআইডিসি বাজারের ইজারা হয়েছে। খোঁজ নিয়ে দেখবো, যদি ইজারা না হয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post