নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার উত্তর খাইলকুর পলাগাছ এলাকার একটি বাড়ি থেকে সোমবার ভোর রাতে আলোকা (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জোগনীদহ গ্রামের মো. জালাল উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোকা জনৈকা আইরিনের বাড়ির ভাড়া বাসায় থেকে স্থানীয় নর্প নিট ইন্ডাস্ট্রিস লিমিেেটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক দিন যাবত আলোকাকে হতাশাগ্রস্থ মনে হচ্ছিল। ঘটনার দিন সন্ধ্যায় ডিউটি থেকে এসে আলোকা রাতের খাবার শেষে নিজ শয়ন কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরে ভোর রাতে তার এক সহকর্মী ডিউটিতে যাওয়ার জন্য তাকে ডাকাডাকি শুরু করে। এতে রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির অন্য ভাড়াটিয়াদের সহযোগিতায় রুমের বাহির দিকের জানালা দিয়ে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো আলোকার নিথর দেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা গাছা থানার এসআই জহিরুল হক বলেন, লাশের শরীরে কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলোকা আত্মহত্যা করেছে। তবে দুই মাস পূর্বে আলোকা ফোরকান নামে একটি ছেলেকে বিয়ে করেছেন সে বিষয়েও আমরা খোঁজ খবর নিচ্ছি। কী কারণে আলোকা আত্মহত্যা করেছে সে বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
Discussion about this post