নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইজরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর গাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গাছা ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে আশপাশের মসজিদ থেকে হাজার হাজার মুসল্লী এতে অংশ নেন। বোর্ডবাজার রেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মুনসুর প্লাজার সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহুর্তে পুরো এলাকাটি লোকে লোকারন্য হয়ে যায়। ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, মাওলানা মুফতি রেজাউল করিম, হাফেজ মাওলানা মনির হোসেন আব্বাসী, হাফেজ মাওলানা বেলাল হোসেন বেলালী, গাজী হুজাইফা বিন নূর, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আবুল কাশেম আজাদী, মাওলানা হাবিবুর রহমান হাবিবী প্রমুখ। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে নিযার্তিত ফিলিস্তিনি মুসলমাদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনির মুসলমানদের ওপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত