প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৩, ১২:৪২ পি.এম
রাজের বউ আমি এটা আসলেই শুনতে চাই না-পরীমণি
নিজস্ব প্রতিবেদক:ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার ভেঙে যাচ্ছে-এমন খবর কিছু দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এরই মধ্যে গত ৪ জুন রাত সাড়ে ৮টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে লাইভে আসেন অভিনেতা শরিফুল রাজ। ৫ জুন একই গণমাধ্যমের লাইভে আসেন পরীমণি।
পরীমণি লাইভে এসে তার সংসারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনেক কিছু খোলামেলা আলোচনা করেন। পাশাপাশি রাজের লাইভে এসে বলা অনেক কথার আলোচনা-সমালোচনামূলক জবাব দেন।
এদিকে হঠাৎ করে কয়েকদিন ধরে আবারও আলোচনায় আসেন পরী-রাজ। এর কারণ গত ২৯ মে (সোমবার) দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে ফাঁস হয় কিছু ভিডিও ও ছবি। এরপর থেকেই পরী-রাজের সংসারের অশান্তির খবর চলে আসে গণমাধ্যমে। এরপর শুরু বিভিন্নমুখী আলোচনা সমালোচনা।
৫ জুনের লাইভের শুরুতে পরীমণিকে প্রশ্ন করা হয়, রাজের বউ আর শুনতে চাই না, প্রশ্নের জবাবে পরীমণি বলেন, যে মানুষটিকে নিয়ে আপনি সংসার করবেন, যাকে নিয়ে আপনি ঘর করবেন, সে মানুষটি যদি আপনার জীবনে অনুপস্থিত থাকে, তাহলে কাকে নিয়ে চলবেন।
পরীমণি প্রায় দেড় ঘণ্টার লাইভে তার সংসারের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন। লাইভে আসার উদ্দেশ্য নিয়ে পরীমণি বলেন, আমি কাউকে দোষারোপ দেওয়ার জন্য আসিনি। আমি এসেছি আমাকে যেসব প্রশ্ন করা হয়েছে সেগুলোর উত্তর দিতে।
লাইভে পরীমণিকে প্রশ্ন করা হয়, এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি তো পাঁচ মাস সময় দিয়েছি। আমি আর কোনো অসম্মান নিতে চাই না।
পরীমণি আরও বলেন, পাঁচ মাস একটা সম্পর্কের বোঝাপাড়া ও সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময়। আমার নিকটজনরা জানে এ বিষয়টা আমি কীভাবে সমাধান করতে চেয়েছি।
পরীমণি লাইভে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন। এক পার্যায়ে তিনি কেঁদে দেন। লাইভের শেষ দিকে তিনি বলেন,।আমি রাজের বউ এটা আসলেই শুনতে চাই না।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft