ফাহিম ফরহাদ,বিশেষ প্রতিনিধি: ৪৮ ঘন্টার মধ্যে গাজীপুর থেকে অপহৃত শিশু সহ এক নারী অপহরণকারীকে গ্রেপ্তার করেছে জিএমপি'র গাছা জোনাল পুলিশের একটি দল।
শনিবার (২১ডিসেম্বর) সকাল ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় মুন্ডা ঘাট সংলগ্ন রাস্তার উপর অভিযান পরিচালনা করে অপহরণকারীর হেফাজতে থাকা শিশু ভিকটিম মোঃ জুনাইদ ইসলামকে (১৬ মাস) উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় অপহৃত শিশুর পরিবারের দায়ের করা মামলা মূলেই অপহৃত শিশু-সহ ওই নারী অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপহরণকারী নারী হলেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ দলগ্রামের মৃত আব্দুর রহিম ও জহুরা খাতুন দম্পতির মেয়ে মোসা: শাহিনা (৩০), তিনি গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার হারিকেন ছয়দানা এলাকায় অস্থায়ীভাবে ভাড়া বাসায় বসবাস করতেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) দুপুর আনুমানিক সারে ১২টার দিকে আসামি মোসাঃ শাহিনা (৩০) বাদীর ছেলে মোঃ জুনাইদ ইসলাম (১৬ মাস) কে গাছা থানাধীন ডেগেরচালার সেল্ফ গার্মেন্টসের সামনে বাদির বর্ণিত বর্তমান ঠিকানার জনৈক আবু বক্কর সিদ্দীকের ভাড়াকৃত বাসার ভিতর থেকে অপহরণপূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে চলে যায়।
এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদের সার্বিক নির্দেশনায় গাছা মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ, গাছা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ধারা ২০২০ সালের ৭/৮ গ্রহণ করেন। পরে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের নিকট তদন্ত ভার হস্তান্তর করেন।
এরপর গাছা থানার উপ-পরিদর্শক (এসআই নিঃ) মনির হোসেন এর নেতৃত্রে একটি টিম ও এসআই (নিঃ) রুহুল আমিনের নেতৃত্রে অপর একটি টিম ঢাকা জেলার আশুলিয়া, ধামরাই, সাভার-সহ গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় ভিকটিমকে উদ্ধারাভিযান পরিচালনা করেন। কিন্তু অপহরণকারী বারবার কৌশলে তার অবস্থান পরিবর্তন করতে থাকায় বেশ বেগ পেতে হয় পুলিশকে।
পরবর্তীতে বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি মোসাঃ শাহিনা (৩০) এর অবস্থান শনাক্ত করে গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদের নির্দেশনায় টঙ্গীর পাগাড় এলাকা থেকে অপহৃত শিশু-সহ অপহরণকারী ওই নারী আসামীকে গ্রেপ্তার করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত