নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর সালনা এলাকায় সাংবাদিক সাইফুল ইসলাম মানিকের বাড়িতে স’ন্ত্রাসীরা হামলা ও ভা’ঙ্গচুর চালায়। সোমবার ৫ আগস্ট সন্ধ্যা সাতটার সময় এহামলা চালায় স’ন্ত্রাসীরা। এসময় বাড়িতে থাকা সাইফুলের পরিবার আতংকে চিৎকার করে সাহায্য চাইলে আসপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স’ন্ত্রাসীরা বাড়ির জানালা ধারালো অ’স্ত্র দিয়ে কু’পিয়ে ভেঙ্গে ফেলে এবং সিমানা ওয়াল ও টিনের নির্মিত বেড়া কুপিয়ে ভেঙ্গে ফেলে। এসময় স’ন্ত্রাসীরা বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে বাহিরে কাউকে পেলে মেরে ফেলার হুমকি দেয়। এসময় পরিবারটি ঘরের দরজা বন্ধ করে দিয়ে কোন রকমে প্রাণে বেঁচে যায়।
সাংবাদিক সাইফুক ইসলাম জানান, বিবাদী গণ ১। আব্দুল হক চৌধুরী (শিক্ষক) (৫০), পিতা- মৃত জমির উদ্দিন চৌধুরী, তিনি জোলারপাড় বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক তাঁর নে’তৃত্বে ২। মনির চৌধুরী (৩০), পিতা- শাহজাহান চৌধুরী, ৩। শাহজাহান চৌধুরী (৫৫), পিতা- মৃত মমির উদ্দিন চৌধুরী, ৪। মেহেদী (২৯), পিতা- আঃ হক চৌধুরী, ৫। মনোয়ার। (৩৯), স্বামী- আঃ হক চৌধুরী, ৬। রাবেয়া (৩০), স্বামী- মোঃ মিজান চৌধুরী, ৭। মোঃ মিজান চৌধুরী (৪০), পিতা- মমির উদ্দিন চৌধুরী,৮| মো:রেজাউল(৩০), পিতা ছফুর উদ্দিন ৯| মো:মান্নান (৫০) শুক্কুরবার আলী, সর্ব সাং- দক্ষিণ সালনা, ওয়ার্ড নং- ১৯, থানা-গাজীপুর সদর গাজীপুর। দীর্ঘদিনের বিরোধের কারণে এ হামলা চালায় দেশের অ’স্থিতিশীল পরিস্থিতিতে আইনশৃ’ঙ্খলা কাঠামো ভেঙ্গে পড়ার সুযোগে স’ন্ত্রাসীরা এ হামলা চালায়। তিনি আরও বলেন বিবাদী মান্নান বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে খুন জখমের হুমকি দিয়ে আমার বাড়ির জমি দখলের উদ্দেশ্যে বালি ভরাটের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে আমি ও আমার পরিবারের সদস্যগণ নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ বিষয়ে ৬/৮/২০২৪ ইং তারিখ সাংবাদিক সাইফুল ইসলাম মানিক বাদী হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জয়দেবপুর কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Discussion about this post