তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সমাজবিজ্ঞানের গবেষণায় পদ্ধতিগত সমস্যা ও উত্তরন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২১মে) সমাজবিজ্ঞান বিভাগ সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌস আরা বেগম, অধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ মহিউদ্দিন, উপাধ্যক্ষ, সরকারি তিতুমীর কলেজ, অধ্যাপক কাজী ফয়জুর রহমান, সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি তিতুমীর কলেজ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দা শাহনাজ বেগম, বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক তাহমিনা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি তিতুমীর কলেজ। সেমিনারে বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো গবেষণা এবং সমস্যা নিরসনে সমাজবিজ্ঞানের শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা হয়। সেমিনারের শেষে সমাজবিজ্ঞান বিভাগের নতুন কক্ষ উদ্বোধন করা হয়।
Discussion about this post