নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে 'অসময়ের বৃষ্টি মিলে' শীত জেঁকে ধরেছে সবাইকে। সারাদেশের মতো উত্তরায় হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাজেহাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষদেরকে। সিনিয়র সিটিজেনস্ সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগ অসহায় ও দুস্থ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রাজধানী উত্তরায় সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবামূলক এ ফাউন্ডেশন থেকে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তাসহ অসহায় ও দরিদ্র ব্যক্তিদের সহায়তায় নানা কর্মসূচি নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় উত্তরায় এলাকার প্রায় ১০০ জন দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে সিনিয়র সিটিজেনস্ সার্ভিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট শেখ মোঃ মিজানুর রহমানের হাত থেকে শীতবস্ত্র নেন হতদরিদ্র ব্যক্তিরা। এ সময় উত্তরার সিনিয়র সিটিজেনরা এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
কম্বল হাতে পেয়ে একজন বলেন, এই শীতে কম্বল হাতে পেয়ে অনেক উপকার হলো। আমাদের এলাকায় অনেক শীত।
সংগঠনের প্রেসিডেন্ট শেখ মোঃ মিজানুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট মোঃ বশির আহমেদ বলেন, দরিদ্র ব্যক্তিদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এ রকম উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া হবে। আমরা যেন এভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত