নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা রহিমাবাগ এলাকায় পুনরায় চালু করা হয়েছে রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাষ্ট হসপিটাল।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের রেজাউল হক মহিলা কলেজ সংলগ্ন স্থানে এই হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাষ্ট হসপিটালের চেয়ারম্যান শহীদুর রেজা হক রঞ্জুর সভাপতিত্বে হাসপাতালের সেবা কার্যক্রম উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম।
ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য মো: আতিকুল ইসলাম রিঙ্কু।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তারেক হোসেন রিপন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: সাদেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ (হিরণ মোল্লা), রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাষ্ট হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো: তোফাজ্জল হোসেন তুহিন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: সামসুল হক কাজল, রেজাউল হক ওয়েলফেয়ার ট্রাষ্ট হসপিটালের ম্যানেজার আসাদুজ্জামান মুন্সি ও নাসির উদ্দিন মাঝিসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সভাপতির বক্তব্যে শহীদুর রেজা হক রঞ্জু বলেন, আমার আব্বার স্বপ্নই হলো মানুষের জন্য কাজ করা। স্বাস্থ্য সেবা বিষয়ের অধিক গুরুত্ব দিতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত