আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘা উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সোমবার ( ১৬ ডিসেম্বর) বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এর পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার, সহকারী কমিশনার ( ভূমি) সাবিহা সুলতানা ডলি ও কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জনি শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।
এর পর বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি আ,ফ,ম আছাদুজ্জামানসহ পুলিশ অফিসার বৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি , জামায়াতে ইসলামী, বাঘা ও আড়ানী পৌরসভার প্রশাসক,ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ,আনসার ভিডিপি, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও বাঘা উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, উপজেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সোমবার সকাল ১০ টায় মহান বিজয় দিবস উপলক্ষে শাহদৌলা সরকারী কলেজ মাঠ হতে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর নেতৃত্বে বিশাল এক বিজয় র্যালী করে বাঘা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। পরে উপজেলা চত্তরে কেন্দ্রীয় শহিদ মিনারে আবু সাঈদ চাঁদ এবং উপজেলা বিএনপি সকল অঙ্গ -সংগঠনের নেতৃবৃন্দ পুষ্প অর্পনের মাধ্যমে শহিদ দের প্রতি সন্মান জানান।
Discussion about this post