ফাহিম ফরহাদ, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে মৈরান একতা জনকল্যাণ সংস্থার আয়োজনে দু’দিনব্যাপী বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি উপলক্ষ্যে রবি ও সোমবার (১৫,১৬ডিসেম্বর) দুই দিন ব্যাপী সংগঠনের উদ্যোগে স্থানীয়দের মাঝে বিভিন্ন খেলাধুলা, পিঠা উৎসব ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় বিজয় দিবসের সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথীরা। এছারা পুরস্কার বিতরণ শেষে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও সাবেক গাছা থানা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ দানিছ-উর রহমান দিদার। এসময় প্রধান অতিথীর বক্তব্যে দিদার বলেন, বিগত সরকারের সময় আমরা ঘড়ে ঘুমাতে পারিনি পরিবার নিয়ে সমাজে শান্তিতে বসবাস করতে পারিনি, গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে সরকার পতনের পর আমরা ঘড়ে ফিরেছি।
তিনি বলেন ‘মৈরান একতা জনকল্যাণ সংস্থার এ আয়োজনকে আমরা স্বাগত জানাই, বিগত সময়ে আমি এই এলাকায় এসমস্ত সংগঠনকে সর্বোচ্চ সহায়তা দিয়েছি, আগামীতেও তা অব্যাহত রাখবো। তিনি বলেন আমার নেতা তারেক রহমানের দল বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে তবে এ এলাকায় একটি সরকারি স্কুল করে দিবো।’ প্রধান অতিথী বলেন আমরা কাজের জন্যে অন্য স্থানে গেলেও মৃত্যুর পর আমাদের এ এলাকাবাসি কবরস্থ করবেন, তাই আমরা এ এলাকার উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ থাকবো।
তিনি আরও বলেন বিজয় দিবসের এ আয়োজন নতুন প্রজন্মের কাছে প্রথম ও দ্বিতীয় স্বাধীনতার সঠিক ইতিহাঁস জানান দিবে। সংগঠনের সদস্যরা নেতৃবৃন্দের দিকনির্দেশনায় খেলাধুলার এমন আয়োজনে মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং, বাল্যবিবাহ-সহ সকল অপরাধ রোধে বিশেষ ভূমিকা রাখবে।
এসময় অনুষ্ঠানে আগত স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিরাও বিজয় দিবসের তাৎপর্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছারা সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন আলোচকবৃন্দরা।
এসময় সংগঠন ও অনুষ্ঠান সভাপতি আশরাফুল ইসলাম (রাজু) জানান মহান বিজয় দিবস উপলক্ষ্যে দু’দিনে প্রায় ২৫টি খেলা শেষে আনুষ্ঠানিকভাবে আলোচনা ও পুরস্কার বিতরণী নির্বিঘ্নে সম্পন্ন করতে পেরে তিনি-সহ সংগঠনের সকলেই আনন্দিত। খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিলো তৈলাক্ত কলাগাছ বেয়ে গাছের চূড়া থেকে কলা পাড়া, সাঁতার প্রতিযেগীতা, পুকুরে জীবন্ত হাস ধরা, নাড়ীদের সতিনের ছেলে বা বালিশ খেলা প্রতিযোগীতা, চেয়ার সিটিং-সহ নানা প্রকার আরও বেশ কিছু খেলার আয়োজন।
ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফুর জামাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা জামাল মিয়া, সহকারী শিক্ষক আবুল হোসেন নয়ন, মৈরান আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মকবুল হোসেন, সাংবাদিক আনিসুল ইসলাম, গাজী মামুন, ফাহিম, ব্যাবসায়ী মোহাম্মদ আলী প্রমূখ।
এছারা সংগঠনের নেতৃবৃন্দ সদস্য-সহ অন্যান্য স্থানীয় গণমান্যরাও এতে অংশিজন হিসেবে উপস্থিত ছিলেন।
Discussion about this post