নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৭ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা রোডের দক্ষিণ পাশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জায়গায় ময়লা-আর্বজনা ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছে। সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে ময়লা এনে ফেলা হয় সেখানে। সড়কের পাশের এ ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধে চরম বিপাকে পড়েছে পথচারীসহ এলাকাবাসী।
ময়লা-আর্বজনা অপসারণ ও ব্যবস্থাপনার জন্য ডাম্পিং প্লেস নির্মাণের কাজ এখনো শুরু করতে পারেনি নগর কর্তৃপক্ষ । কিন্তু ১শ’ বিঘা জমি অধিগ্রহণের প্রক্রিয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ হয়নি। খোলা জায়গায় অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে ময়লা-আর্বজনা।সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়ক ঘেঁষা গাছা রোডের দক্ষিণ পাশে কোটি কোটি টাকা মূল্যের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের জায়গায় সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা থেকে ময়লা-আর্বজনা ফেলা হচ্ছে সেখানে।
স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে দিনের পর দিন সিটি করপোরেশনের এসব ময়লা-আবর্জনা এখানে ফেলায় দুর্ভোগ চরমে পোঁছেছে। নাকে কাপড় ছাড়া বা নিশ্বাস বন্ধ না করে এ সড়ক দিয়ে চলাচল একেবারে অসম্ভব।ময়লার স্তূপ প্রতিনিয়ত যে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ।প্রচণ্ড দুর্গন্ধে মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠেছে পুরো এলাকা। এ সড়কে নিয়মিত চলাচল করা শফিকুল আলম বলেন, প্রতিদিন কাজের জন্য এই পথ ধরে যাওয়া-আসা করতে হয়। এখানে ময়লা-আবর্জনায় পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে। নিশ্বাস নিয়ে এ রাস্তা পার হওয়া সম্ভব নয়। আমাদের নাক বন্ধ করেই দ্রুত স্থান ত্যাগ করতে হয়। ওই এলাকার বাসিন্দা আকলিমা বেগম বলেন, এই এলাকায় এখন বসবাসের কোনো পরিবেশ নেই। দুর্গন্ধে আমাদের খুবই কষ্ট হয়। বৃষ্টি হলে পুরো রাস্তায় জলবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় ময়লাযুক্ত পানি আমাদের বাড়ি ঘরে ঢুকে যায়। তখন বাড়িতে থাকাটা দুষ্কর হয়ে দাঁড়ায়। একই এলাকার স্থানীয় বাসিন্দা উম্মে কুলসুম বলেন, ময়লার দুর্গন্ধে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হয়। তাতেও গন্ধ যায় না নিজেদের খুব অসহায় লাগে। মন চায় ঘরবাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাই।
স্থানীয় এক স্কুল শিক্ষিকা মরিয়ম বেগম বলেন, আমাকে এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। নগরীতে এর চেয়ে নোংরা আর দুর্গন্ধযুক্ত জায়গা কোথাও নেই। রাস্তার পাশে খোলা স্থানে ময়লা-আবর্জনা রাখার কারণে এ অঞ্চলের বাসিন্দাদের শরীরে নানা ধরণের রোগ ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া বলেন, সিটি করপোরেশন নিজস্ব আইনে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তারাই এর ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা নগর কর্তৃপক্ষকে চিঠি দেব।
এব্যাপারে স্থানীয় কাউন্সিলর মো. সাইফুল ইসলাম দুলাল বলেন, গাছা রোডে বঙ্গবন্ধু কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ রাস্তা দিয়ে শিক্ষার্থী, পথচারীসহ এলাকাবাসী যাওয়া-আসা করতে হয়। এখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে লোকজনের খুব কষ্ট হচ্ছে। গত ৩ মাস আগে এলাকার লোকজন ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে দেয়। পরে নগর কর্তৃপক্ষ ওই জায়গা থেকে দ্রুত ময়লা সরিয়ে নেবে আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত