
সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধি: মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মানিকবাজার এলাকায় সাবিনা(২৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে মৃ’ত্যুর ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি আনুমানিক ভোর ৪ টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।
পারিবারিক তথ্যমতে জানা যায়, ১২ বছর আগে বাঁশতৈল মানিকবাজার এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আসাদুল(৩৫) সাথে পারিবারিক ভাবে মির্জাপুর মন্দিরাপাড়া এলাকার বুদ্দু মিয়ার (৪৬) মেয়ে সাবিনা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।আজ ভোর ৪ টার দিকে হঠাৎ আসাদুলের কান্নার শব্দ পেয়ে তার চাচা ইয়াসিনসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে দেখেন ঘরের ফ্যানের সাথে রশিতে ঝুলে আছে সাবিনা।এমতাবস্থায় স্থানীয় পুলিশ ফাঁড়ি কে বিষয়টি অবগত করলে সকালে তারা লা’শটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
নিহত সাবিনার মা বলেন,রাতে ফোন করে জানানো হয় সাবিনা অসুস্থ এবং আমরা আসার পর দেখি আমার মেয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে।
স্থানীয়রা জানান,ছেলে হিসেবে আসাদুল খুবই ভালো, তার ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল।নিহত সাবিনার ছেলে তাওহীদ(৮) বলে,আব্বু আম্মু দুজনে রাতে ঝগড়া করেছিল।
বাঁশতৈল ফাঁড়ির এস আই মোকলেছুর রহমান বলেন প্রাথমিকভাবে ধারনা এটি পারিবারিক কলহের জের ধরে ঘটতে পারে তবে ময়নাতদন্তের পর সত্যতা জানা যাবে।এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
Discussion about this post