ফাহিম ফরহাদ,নিজস্ব প্রতিনিধি: মার্চ ফর 'প্যালেস্টাইন’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও গাজীপুরের চান্দনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি অফিস, কারখানা খোলা রাখার অভিযোগ তুলে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালিয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে চান্দনা চৌরাস্তার আশপাশের এলাকায় শ্রমিকদের একটি বড় অংশ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় তারা ফিলিস্তিনের (প্যালেস্টাইনের) জনগণের প্রতি সংহতি জানিয়ে সব অফিস বন্ধ রাখার দাবি জানায়। কিন্তু কিছু প্রতিষ্ঠান খোলা রাখায় এবং শ্রমিকদের কাজে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে শ্রমিকরা মিছিল করতে করতে বিভিন্ন অফিসের সামনে অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি উপস্থাপন করেন। কিন্তু কিছু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি অগ্রাহ্য করলে আশপাশের কারখানা ও বিভিন্ন অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালাতে দেখা যায়। এতে কয়েকটি অফিসের জানালার কাচ, আসবাবপত্র এবং গেট ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয় শ্রমিকরা জানান, "প্যালেস্টাইনের মানুষ আজ নির্যাতিত, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। অথচ কিছু প্রতিষ্ঠান এই ঝআন্দোলনকে অবজ্ঞা করে কাজ চালিয়ে যাচ্ছে। এটা আমাদের আবেগে আঘাত করেছে।"
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে জিএমপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকেও ভাঙচুরের বিষয়টি মুঠোফোনে অস্বিকার করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোড়দারের কথা জানায় জিএমপি কোনাবাড়ি জোনের সহকারি পুলিশ কমিশনার মোঃ আবু নাসের আল-আমিন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত