মিনহাজুর রহমান সতিক প্রতিনিধি: আত্মকেন্দ্রিকতা, বিচ্ছেদ, বিচ্যুতি, অনিয়ন্ত্রিত আবেগ, হঠকারিতা, ধর্মীয় অনুশাসনহীতা, পারিবারিক অসংগতি এবং ভবিষ্যৎ চিন্তাসহ নানান মনস্তাত্ত্বিক অনুতাপে ভেঙে পরছে মানুষের মানষিক স্বাস্থ্য। যেটা সদ্য বুঝতে শেখা বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত ভুগে থাকে। তবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রান্তে মানসিক হতাশা থেকে একের পর এক শিক্ষার্থী আত্মহননের সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে মন নিয়ে কাজ করা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান।
এরই ধারাবাহিতায় ৫ই সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজ মানসিক স্বাস্থ্য কমিটির আয়োজনে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে "মানসিক স্বাস্থ্য সেমিনার ২০২৩"।
সকাল ১১টায় শহীদ বরকত মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রফেসর ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধক্ষ্য মো. মহিউদ্দিন। শিক্ষক প্রতিনিধি মালেকা বানুর নেতৃত্বে উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষকগন।অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাইকোথেরাপিস্ট এবং ফ্রিডন উইদিনের চেয়ারম্যান নাসিমা আক্তার।
প্রফেসর ফেরদৌস আরা বেগম মানসিক রোগ এবং মানসিক স্বাস্থ্য এক নয় এই বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, শরীরিক স্বাস্থ্য সুরক্ষায় ইতঃপূর্বে শিক্ষার্থীদের জন্য ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ একজন মনোবিদ শিক্ষার্থীদের জন্য নিয়োগ দেওয়া হবে।
প্রফেসর মহিউদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বলেন" মানুষের স্বাস্থ্য সুরক্ষা বৃহৎ অংশে মানসিক সুস্থ্যতার উপর নির্ভরশীল"
প্রায় দেড়ঘন্টা যাবৎ প্রধান আলেচক সাইকোথেরাপিস্ট নাসিমা আক্তার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে তার উপর আলোকপাত করেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত