নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ফাইলার পাগলার মাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে সখীপুর থানা পুলিশ।উপজেলার বিভিন্ন অঞ্চলে নিয়মিত মনিটরিং করে মাদক নির্মূলে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে পুলিশ।
শুক্রবার বিকেল আনুমানিক ৩ টার দিকে সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ শাহিনুর রহমান এর নেতৃত্বে থানার একটি বিশেষ টিম নিয়ে অভিযান করেন।প্রতিবছর ফাইলা পাগলার মেলা কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। বিষয়টি নজরে নিয়ে বিকেলে মাজার এলাকায় গেলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা সটঁকে পড়েন।এসময় কাউকে না পেয়ে মাজার এলাকায় মাদকসেবীদের ব্যবহৃত ৫০/৬০টি টাবু দিয়ে তৈরি খুবড়ি ঘর ভেঙে দেওয়া হয়। উপজেলার উঠতি বয়সী তরুণদের মাদক ছোবল থেকে রক্ষায় ওসির এমন উদ্যোগ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,উপজেলার প্রত্যেকটি এলাকায় মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে।
Discussion about this post