নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় এক নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত জনতা ও গার্মেন্টস শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।
শনিবার সকাল ৮ টার দিকে কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এসময় ঘাতক ট্রাকটিতে শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে শ্রমিকরা। এরপর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নিহত মুনিরা স্থানীয় টেড বার্নহার্ডজ টেক্সটাইল লিমিটেডের অপারেটর হিসেবে কাজ করতেন।তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ভুয়াকান্দি চরভাঙা গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় একজন গার্মেন্টস শ্রমিক সিটি করপোরেশনের গাড়ির সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় অপরদিক থেকে আসা এক ভ্যান চালকও আহত হয়েছেন। পরে উত্তেজিত জনতা মহাসড়কে বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একজন মহিলার মৃত্যু হয়েছে। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। তারা বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।
Discussion about this post