
ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃ‘ত্যুর প্রতিবাদে বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে শহরের শিববাড়ি মোড় থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও আগামীকাল সকাল সাড়ে ১০টায় নগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠে ও সাড়ে ১১টায় মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন আল-হেরা সিএনজি পাম্প মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গাজীপুর মহানগর ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক নাজমুল ইসলাম বলেন, শহিদ কাশেমকে আওয়ামী ফ্যাসিবাদরা হ‘ত্যা করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছাত্র জনতাকে যে কথা দিয়েছে আশা করি সেই কথা তিনি রক্ষা করবেন। আওয়ামী ফ্যাসিজমের যারা এই হত্যাকান্ডের নেতৃত্বদানকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নিহত আবুল কাশেম (১৭) গাজীপুর মহানগরীর দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃ‘ত জামান হাজীর ছেলে। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ‘ত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করলে তাদের আটকে মারধর করা হয়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হন।এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা।
Discussion about this post