
আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বাঘা উপজেলায় বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির ঐতিহ্য এই পহেলা বৈশাখ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ ঘটিকা পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এর নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় জনসাধারণ,স্কুল কলেজের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। উপজেলা চত্তর হতে বর্ণাঢ্য ও সুদীর্ঘ র্যালীটি নতুন বাস স্ট্যান্ড হয়ে একই স্থানে এসে দীর্ঘ র্যালীটি শেষ হয়। র্যালি শেষে উপজেলা চত্বরেই গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বেলুন উড়িয়ে ও লাল ফিতাকেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
গ্রামীন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি,অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আসাদুজ্জামান, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু,পৌর বিএনপি সভাপতি মোঃ কামাল হোসেন,উপজেলা বিএনপি সদস্য্য সচিব সুরুজ্জামান সুরুজ,
নির্বাচন অফিসার গোলাম আজম, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাক্তার আসাদুজ্জামান আসাদ,শিক্ষা ও প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রমুখ।
Discussion about this post