
আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘা উপজেলাধীন বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম দুর্নীতি ভিজিবি কার্ড বানিজ্যর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সারে ১১ টায় বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শান্তিপুর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত মানববন্ধনে অংশগ্রহন কারীরা কর্মসূচি পালন শেষ করে চলে যাওয়ার সময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর লোকদের বিরুদ্ধে মিছিল করে এবং হামলা জড়িয়ে পড়ে। স্থানীয় জামায়াতের অভিযোগ সূত্রে হামলায় জামায়াত ও শিবিরের ৪-৫ জন নেতাকর্মী আহত হয়। মানববন্ধন শেষে বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবার রহমান বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে শেষ করেছি।
আমরা কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করিনি।আমরা ইউনিয়ন পরিষদের দুর্নীতি ভিজিবি কার্ড বানিজ্যর বিষয় নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করি কিন্তু কর্মসুচি পালন শেষ করে বিএনপির লোক জন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।আমাদের লোকজন সবাই কে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি কিন্তু তারা আমাদের হামলা করে।আমাদের প্রশ্ন আমরা কি শান্তিপুর্ণ কর্মসুচি পালন করতে পারি নি।আমাদের কি সেই অধিকার নেই। বাউসা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত লোকজন কার্ড বানিজ্যসহ বিভিন্ন দূর্নীতি করে।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা সেক্রেটারি ইউনুস আলী (মাস্টার)।
Discussion about this post