আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফ: রাজশাহীর বাঘায উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানবব'ন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে ছাত্র-জনতার ব্যানারে নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।
উক্ত মানবব'ন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ,বাঘা পৌর সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সদস্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ উদ্দিন সালাম, শফিকুর রহমান শফি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ইউএনও তরিকুল ইসলাম একজন সৎ নি'ষ্ঠাবান ও জনবা'ন্ধব কর্মকর্তা। এ জনপদের উন্নয়নে তাঁর মতো একজন সৎ অফিসার খুব প্রয়োজন। তিনি দায়িত্বে থাকায় আমরা বাঘা উপজেলা বাসি গর্বিত। কিন্তু হঠাৎ ‘ইউএনও’র বদলির আদেশ আমাদের হতাশ করেছে। আমরা চাই, অনেক অমীমাংসিত বিষয় ও উন্নয়ন মূলক কাজ সু'ষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁকে আরও ৬ মাস দায়িত্বে থাকার প্রয়োজন। আমরা তার বদলির আদেশ প্রত্যাহার চাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপ'স্থিত ছিলেন, অধ্যক্ষ রেজাউল ইসলাম, ইউপি সদস্য কাদের মোল্লা, সাবেক ইউপি সদস্য ছিয়ার আলী,মহিলা নেত্রী সেলিনা আকতার শাপলা,তহিদুল ইসলাম কালু,ছাত্র নেতা বাবর আলী, মনিরুল ইসলাম ফড়ং,শিমুল হোসন,,মাহাতাব আলী, আফাজ আলী, অমল থান্দার, লিটন থান্দার, জিয়া, ফিরোজ, কামরূজ্জামান কমল, হিরা লাল, আন্দাজ আলী, জামিল, শাহিন প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, একজন চাকুরিজীবীর জন্য প্রমোশন ( পদোন্নতি) খুব কাংখিত বিষয়। পদোন্নতি জনিত কারণে আমার বদলির আদেশ হয়েছে। এখনও রিলিজ আদেশ হাতে পায়নি। সরকারের যে কোন সিদ্ধান্তকে আমি শ্র'দ্ধা জানায়। যেখানে আদেশ হবে,যেতে হবে এটাই নিয়ম। তবে বাঘাবাসির ভালোবাসায় আমি কৃত'জ্ঞ ও ধন্য। যেখানেই দায়িত্বে থাকি না কেন বাঘাবাসির প্রতি আমার ভালোবাসা ও শ্র'দ্ধা থাকবে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জনপ্রশাসন ম'ন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বা'ক্ষরিত প্র'জ্ঞাপনে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনওয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়।। তিনি রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছরের ১৩ ডিসেম্বর যোগদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত