ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড এর উদ্যোগে অসহায় পথ শিশুদের নিয়ে বিনোদনের জন্য দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শিশুদের মাঝে বই-খাতা, কম্বল বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
টঙ্গীর হাজী সৈয়দ শাহ প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে দিন ব্যাপি এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চালনায় বক্তারা বলেন, শিশুদের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ ও তাদের মাথাগুজার ঠাই হিসেবে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার মূল স্বপ্ন নিয়ে এ সংগঠন কাজ করে যাচ্ছে। এই স্বপ্ন পূরণে তারা এ সকল অসহায় মানুষদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানান।
এসময় সাধারণ সম্পাদক আজাহার আলী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । ফলে সমাজের ঝরে যাওয়া শিশুদের প্রতি যত্নশীল না হলে জাতি হুমকিতে পড়বে। সে সব বিবেচনা করে আমরা নিজেস্ব অর্থায়নে সমাজের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করছি। শিশুর প্রতিটি পরিবারকে ভূমি ও বাসস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব।
এসময় সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, হাফের শিক্ষিকা সাথী, সাবিহা, মৌসুমী, রোজিনা, মাহমুদাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত