নিজস্ব প্রতিবেদক: পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি (BCRS) এর মাঠ পর্যায়ে সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত ০২/০৪/২০২৪ ইং তারিখ মঙ্গলবার সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নাজমুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির কিছু সদস্য গঠনতন্ত্র নিয়ম নীতি না অনুসরণ করেই নিজেদের ইচ্ছা অনুযায়ী মাঠ পর্যায়ে যত্রতত্ত্ব কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ীদের/দোকানদারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে হয়রানি করে চলছেন। প্রধান কার্যালয়ে আনিত এই তথ্যের উপর ভিত্তি করে প্রধান কার্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির কোন সদস্য মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন না। প্রধান কার্যালয় হতে পরবর্তী নির্দেশনা দেওয়ার পর থেকে বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির সদস্যদের মাঠ পর্যায়ের কাজ করার জন্য অনুরোধক্রমে নির্দেশ প্রদান করা হলো।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত