প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৪:৪৮ পি.এম
বকেয়া বেতনের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আড়াইঘন্টা অবরোধ, বেতনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার একটি পোষাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬মার্চ) সন্ধ্যা সারে ৬টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে আড়াইঘন্টা যানচলাচল স্থবীরতার ফলে ভোগান্তিতে পড়েন গন্তব্যে রওয়ানা হওয়া যাত্রীসাধারণ। তবে শুক্রবার (৭মার্চ) বেতনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।
শ্রমিক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বোর্ডবাজার এসএমএস ফ্যাশনের শ্রমিকরা ২-৩ মাসের বকেয়া বেতনের দাবীতে তারা মহাসড়ক অবরোধ করেন। সুইং অপারেটর শরীফা বেগম, নাসিমা, সীমা, মনি, কেয়ালিটি রাজু, তানভীর, সুপারভাইজার শামীমসহ অন্যান্য শ্রমিকরা জানান এর আগে কারখানা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লীষ্টরা তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ না করায় তারা বেতন না পাওয়া পর্যন্ত সড়কে অবস্থান নিবেন।
এদিকে অন্যান্য শ্রমিকরা জানান, কারখানা মালিক কিশোরগঞ্জের শফিকুল কারখানাটির নাম প্রায়সই বদল করে বিভিন্ন নামে তিনি পরিচালনা করেন। এছারা শ্রমিকরা জানান, কারখানার ভবন মালিক বকেয়া পরিশোধ না করায় তালা লাগিয়ে দেন। পরে মালামাল বিক্রি করে ভবন মালিক তাঁর বকেয়া পরিশোধের খবরে শ্রমিকরা সড়কে অবরোধ করেন।
এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা তাদের লাঠিচার্জ করে সড়কে যানচলাচল স্বাভাবিক করে বলেও অভিযোগ শ্রমিকদের। লাঠিচার্জের ফলে কয়েকজন শ্রমিক আহতও হয় বলে প্রতিবেদককে জানান একাধিক শ্রমিকরা।
কন্ট্রাকটর ইব্রাহীম খলিল বলেন, ১লাখ সত্তোর হাজার বকেয়া পাওনা রয়েছেন তিনি ও তার স্ত্রী। বিভিন্ন সময়ে নানা টালবাহানায় কালখেপন করে তাদের পাওনা অপরিশোধিত রেখে মালিক পলাতক রয়েছেন। আজ অবরোধের ফলে ইব্রাহীমের স্ত্রীকে লাঠি পেটার অভিযোগও করেন পুলিশের বিরুদ্ধে।
ইব্রাহীম ও অন্যান্য শ্রমিকরা বলেন, এর আগে কলকারখানা, বিজিএমইএ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা (যৌথবাহিনী) আশ্বাস দিয়েও বকেয়া পরিশোধে কোন সমাধান করতে পারেনি। তাই তারা বকেয়া পরিশোধ না হলে সড়কেই অবস্থান করবেন। পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে পরে জানাবেন বলেও জানিয়েছেন প্রতিবেদককে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের একটি সূত্র প্রতিবেদককে নিশ্চিত করেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের সাথে আলোচনা চলছে সমাধানের লক্ষ্যে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft