নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান এলাকার বাদুড়তলা উলুখোলা সড়কের মাঝামাঝি কালার বিল বোরো ধান ক্ষেত থেকে শনিবার সকাল ৭টার দিকে অজ্ঞাত যুবকের লা'শ (৪৫) উ'দ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা এলাকাবাসী জানায়, শুক্তবার রাতের কোনো এক সময় অজ্ঞাত লা'শটি ওখানে ফেলে গেছে দু'র্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লা'শটি কোনো অটোরিকশাচালকের হবে।
শনিবার সকালে এলাকাবাসী ধান ক্ষেতে লা'শটি পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ লা'শটি উ'দ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ম'র্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত