নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়ার ঢাকা বাইপাসা এলাকায় আনোয়ার গ্রুপের সিমেন্টের একটি ট্রাকে ভাংচুর ও আ’গুন দিয়েছে দূর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত শাড়ে ১০ টার দিকে নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের তালটিয়া এলাকায় ঢাকা বাইপাসের পাশে জঙলে ওৎপেতে থাকা ৫-৭জনের দূর্বৃত্তের দল গাড়ির সামনের গ্লাস ভেঙে পেট্রলিয়াম জাতিয় দাহ্য তরল পদার্থ ঢেলে দিয়াশলাই দিয়ে আ’গুন ধরিয়ে পালিয়া যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত সাড়ে ১১টা দিকে মাত্র ২০মিনিটে আ’গুন নেভাতে সমর্থ হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল জোয়ারদার জানান এলাকাবাসী আগেই সড়কের বালি দিয়ে আগুন নিয়ন্ত্রেন এনেছিল।আমরা মাত্র ২০ মিনিটে সম্পূর্ণ আ’গুন নিভাতে সক্ষম হই।গাড়ির তেমন মেজর কোন ক্ষতি হয়নি।
গাড়ির ড্রাইভার বলেন তাদের চিনতে পারিনি।তবে তারা বাইপাসের নিচের জঙল দিয়ে পালিতে গেছে। বেশি সময় নেয়নি। প্রথমে সামনের গ্লাস ভেঙেছে লাঠি দিয়ে। পরে বোতল থেকে পেট্রো’ল ঢেলে দিয়াশলাই দিয়ে আ’গুন ধরিয়ে পালিয়ে যায়। একটি বাঁশের লাঠি ফেলে রেখে যায়।
পূবাইল থানার ওসি কামরুজ্জান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post