নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো শেরপুরে স্বাধীনতার ৫২ বছর পর পুলিশ লাইনসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ জুলাই শহরের অষ্টমীতলায় পুলিশ লাইনসের প্রধান ফটকের ভেতর বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরাল ‘অবিনশ্বর পিতা’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় পুলিশ সুপার মো. কামরুজ্জামান শৈল্পিক নির্দেশনায় জাতির পিতার তিনটি ভিন্ন আলোকচিত্র ফুটিয়ে তোলা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, এ ম্যুরাল স্থাপনের মাধ্যমে জেলার প্রতিটি পুলিশ সদস্য বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।
এসময় শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত