দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি: জ্ঞান বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের জন্য সমগ্র পৃথিবীর নিপীড়িত মানুষের কন্ঠস্বর, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী আন্দোলনের সংগ্রামী নেতা খেলাফত আন্দোলন, কৃষক আন্দোলন ও বাঙ্গালী অসাম্প্রদায়িক মুক্তির সংগ্রামের পৃথিকৃৎ স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাজদর্শন শীর্ষক এক আলোচনা সভা জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার) ৭ ডিসেম্বর) বেলা ১২ টায় মাওলানা ভাসানীর স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সহযোগিতায় বীরনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা ভাসানীর স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহবায় মনোয়ার চৌধুরী মেরিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য সচীব রোবায়েত মীর শহীদের সঞ্চালনায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের সোস্যাল ইকোনমিক্স কমিটির সদস্য ও রোমানিয়ান ট্রেড ফেডারেশনের সাধারণ সম্পাদক দমিত্র, তুর্কি ট্রেড ইউনিয়নের (মেমরোমেন) ভাইস প্রেসিডেন্ট মিঃ রমজানব, ভাষা ট্রান্সলেটর দারবিশ মাহমুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সহ সম্পাদক রাজেকুজ্জামান রতন, যশোর মওলা আলী দরবার শরীফের গদীনশীন পীর এ্যাডঃ আকতার কামাল শিচতি, মাওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান রাইট।
এরপূর্বে মাওলানা ভাসানীর জীবনীর উপরে আলোকচিত্র প্রদর্শনী হয়।
Discussion about this post