দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি পৌরসভার অনলাইনে নাগরিক সেবার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৯ মে বুধবার দুপুরে পাঁচবিবি পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উদ্বোধক রাজশাহী বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
প্রধান আলোচক ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা প্রমুখ। এর পূর্বে শুরুতে পৌরসভার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন প্রধান অতিথি।
শেষে পৌরসভার আব্দুল হালিম মন্ডল নামের একজন নাগরিকের অনলাইন নিবন্ধনের মাধ্যমে এ অনলাইন পরিষেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত