দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: চলতি গ্রীস্ম মৌসুমে তীব্র তাপদাহ ও অসহনীয় গরম এবং পৌর এলাকাকে ধুলা বালিমুক্ত করতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার উদ্যোগে প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে । এর ফলে অসনীয় গরমের প্রকোপ তেমন না কমলেও ধুলি বালি মুক্ত সড়কে স্বস্তিতে চলাচল করতে পাচ্ছেন পথচারী, রাস্তা ও ফুটপাতের ব্যবসায়িরা।এমন উদ্যোগ নেওয়ায় পৌর মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে,পৌরসভার পানিবাহী গাড়ি করে প্রতিদিন পৌর এলাকার প্রধান প্রধান সড়কে পর্যায়ক্রমে পানি ছিটিয়ে সড়ক গুলো ভিজিয়ে দেয়া হচ্ছে । এতে করে গরমের তীব্রতা না কমলেও ধুলা বালির প্রকোপ কমেছে । এতে উপকার হলেও পানি দেয়ার কিছুক্ষণের মধ্যেই পানি শুকিয়ে যাওয়ায় একাধিক বার পানি ছিটানো উচিত বলে মনে করছেন পথচারীরা । তবে এ বৈরী আবহাওয়ায় এত বড় এলাকায় পৌরসভার পানিবাহী একটি মাত্র গাড়ি হওয়ায় এ কার্যক্রমের যতটুকু সুফল পাওয়ার কথা তা হচ্ছে না বলে অনেকে মন্তব্য করেছেন ।
এ ব্যাপারে শহরের প্রধান সড়কের পাশে অবস্হিত টিন ব্যবসায়ি আব্দুল ওয়াদুদ বলেন, পানি ছিটানোর ফলে বাতাসে উড়া ধুলা বালির তীব্রতা তেমন না থাকায় তারা উপকৃত হচ্ছেন । রাস্তার পাশে জুতার কারিগর নিতাই রবিদাস বলেন,গরম বাতাসে উড়া ধুলায় কাজ করা কষ্ট হলেও পানি ছিটানোয় ধুলার প্রকোপ কমেছে ।
পথচারী টুটুল বলেন, তীব্র তাপদাহের কারনে পাকা রাস্তা আগুনের মত গরম হয়ে থাকছে। সেই সাথে ধুলাবালি উড়ার কারণে রাস্তা দিয়ে চলাচল করা খুব কষ্টকর। এমন মহুর্তে পৌর মেয়র পৌরসভার গাড়ি দিয়ে রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করায় চলাচল করতে অনেকটা স্বস্তি পাওয়া যাচ্ছে। এসময় পৌর মেয়রকে ধন্যবাদ জানান তারা।
পৌর মেয়র আলহাজ হাবিবুর রহমান হাবিব বলেন, প্রচন্ড তাপদাহে জনজীবন নাকাল হয়ে পড়েছে। গতকাল সামান্য বৃষ্টি হলেও গরমের তীব্রতা মানুষের জীবনকে নাভিশ্বাস করে তুলেছে। তাই পৌরবাসী ও পৌরসভার রাস্তায় চলাচলকারী পথচারীদের কিছুটা স্বস্তি দিতে পৌরসভার পক্ষ থেকে এই পানি ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী বর্ষার আগ মহুর্ত পর্যন্ত একার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।
Discussion about this post